লক্ষ্মীপুরে প্রবাসী যুবক গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর সদরে মো. জাহেদ (৩২) নামে এক প্রবাসী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। জাহেদ ওই এলাকার বাবুল চৌধুরীর ছেলে।

জাহেদের মা জাহানারা ও বোন রিয়া জানান, সম্প্রতি জাহেদ সৌদি আরব থেকে দেশে আসে। শনিবার রাতে বাড়ির সামনের কুসুম আলীর চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী এসে তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় হামলাকারীরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, জাহেদের বাম পায়ের রানে শর্টগান ঠেকিয়ে গুলি করা হয়েছে। এতে শর্টগানের স্পিন্টারে তার ডান পাসহ শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত একজন স্টাফ বলেন, রাত ১০টার দিকে জাহেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ্ উদ্দিন জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত লোকেরা জাহেদের ওপর হামলা করেছে। তারা শর্টগানের গুলি ছুড়ে। শার্টগানের স্পিন্টারে তার পায়ে আঘাত লাগে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।