আমরা চাই রোহিঙ্গারা কক্সবাজার থেকে ভাসানচরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভাসানচরের পরিবেশ অত্যন্ত মনোরম। এখানে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা রয়েছে। আমরা চাচ্ছি রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে আসুক। এখানে খাবার দিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। আমরা এর বাইরে যাবতীয় সবকিছু দিচ্ছি।’

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে এবং কোনও দালালের খপ্পরে না পড়ে সে জন্য কোস্টগার্ড কাজ করছে। এ ছাড়া তারা যেন কোনও ট্র্যাপে না পড়ে, ভুল তথ্য দিয়ে যেন মানবপাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে তা দেখাশোনাও করবে কোস্টগার্ড।’

তিনি আরও বলেন বলেন, ‘ড্রোন দিয়ে কোস্টগার্ড সবকিছু মনিটরিং করবে। তাদের হাতে সবকিছু ন্যস্ত করা হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারে এবং শিগগিরই যেন মিয়ানমারে চলে যায়।’

জানা গেছে, আজ দুপুর ১টা ১০ মিনিটে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় ভাসানচরের প্রকল্প পরিচালক এম রাশেদ সাত্তার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। দুপুর আড়াইটায় বাংলাদেশ কোস্টগার্ডের নতুন পোশাক উদ্বোধন ও ভাসানচর ক্যাম্প এলাকা ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।