২ ঘণ্টা পর শাহ আমানতে বিমান ওঠা-নামা শুরু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ ছিল। রবিবার (৭ আগস্ট) রানওয়েতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর চাকায় ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি রানওয়েতে রেখে দিতে হয়।

এ অবস্থায় দুপুর ২টা ২৫ থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ ছিল। পরে প্রশিক্ষণ বিমানটি রানওয়ে থেকে পার্কিংয়ে আনা হলে বিমান ওঠা-নামা শুরু হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সফলভাবে অবতরণ করে। বিমানটি রানওয়েতে অবতরণের পর চাকায় ত্রুটি দেখা দেয়। এ কারণে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ ছিল। এ সময় ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যেতে পারেনি বলে জানান তিনি।