থেমে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়কে থেমে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় মো. ফোরকান (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। 

শুক্রবার (১২ আগস্ট) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফোরকান দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালক। তিনি বোয়ালখালী উপজেলার জালাল আহম্মদের ছেলে। আহতরা হলেন—মো. শহিদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন (২২)। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি প্রাইভেটকার নোয়াখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাড়বকুণ্ড এলাকায় সড়কে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় ওই প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই চালক ফোরকান মারা যান। আহত হন প্রাইভেটকারে থাকা তিন যাত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

আহতদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।