চট্টগ্রামে ট্রাকচালক হত্যার আসামি ঢাকায় গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকচালক নুরুল আনোয়ার (৩১) হত্যার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (২৫) গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। জাহাঙ্গীর কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের আনিছ তালুকদার বাড়ির মো. ইদ্রিসের ছেলে। 

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে আনোয়ার। বাড়ির সেপটিক ট্যাংকের পানি চলাচলকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রতিবেশী তার মধ্যে গত বুধবার বিকালে বাগবিতণ্ডা হয়। রাত ৮টার দিকে আবারও একই বিষয় নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায় ধারালো ছুরি দিয়ে আনোয়ারকে ছুরিকাঘাত করেন জাহাঙ্গীর। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ নুরুল আবছার বাদী হয়ে জাহাঙ্গীর আলম, ইদ্রিস ও আলমগীরের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যে ভিত্তিতে পুকুর থেকে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।