ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ মৃত্যু

নিহত মাইক্রোবাস চালক ও গেইটম্যানকে দায়ী করে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জনের প্রাণহানির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় কমিটি।

ছয় পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে খৈয়াছড়া ঝরনা এলাকার লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান সাদ্দাম হোসেন ও নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরুকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তাদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

আরও পড়ুন: মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১: গেটম্যান কারাগারে

বিষয়টি নিশ্চিত করে মুহম্মদ আবুল কালাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। একটি আমার (ডিআরএম) দফতর থেকে। অপরটি জিএম দফতর থেকে। ডিআরএম দফতর থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। এই কমিটি মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে প্রতিবেদন জমা দিয়েছে। তবে ঢাকায় থাকার কারণে এক সদস্য এখনও প্রতিবেদনে সই করেননি। তাই এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: গেটম্যান সাদ্দাম সাময়িক বহিষ্কার

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‌‘প্রতিবেদনে বলা হয়েছে ট্রেন যাওয়ার আগে গেটম্যান দুই পাশে ব্যারিয়ার ফেলেছিলেন। কিন্তু এক পাশের ব্যারিয়ার কেউ উঠিয়ে ফেললে মাইক্রোবাসটি ক্রসিং পার হয়ে যায়। তবে অপর প্রান্তের ব্যারিয়ার নামানো থাকায় দ্রুত পার হতে পারেনি। গেটম্যান ব্যারিয়ার ফেলে ঘটনার দিন শুক্রবার (২৯ জুলাই) জুমার নামাজ পড়তে মসজিদে যান। গেটম্যান সাদ্দাম হোসেনের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রেলওয়ের নিজস্ব কর্মী নন। প্রকল্পের অধীনে অস্থায়ীভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার জন্য তদন্ত প্রতিবেদনে মাইক্রোবাস চালককেও দায়ী করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

অপর তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরমান হোসেনকে। এই কমিটির প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলে জানান মুহম্মদ আবুল কালাম চৌধুরী।

গত ২৯ জুলাই মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ ১১ জন নিহত হন। এ ঘটনায় ওই ক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।