ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীর পিটুনিতে একজন নিহত

চট্টগ্রামে পটিয়ায় গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের একজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রবিবার মধ্যরাতে বাদল চৌধুরীর ঘরে ৫/৬ জনের একদল ডাকাত দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে সোনার দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ডাকাত সদস্যরা পালানোর সময় একজনকে ধরে ফেলে। গ্রামবাসীর পিটুনিতে তার মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীর পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।