নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় তারা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট চুরির সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসছে। বিএনপির আস্থা জনগণের ওপর। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা হারিয়ে সরকারি কর্মকর্তা, র‍্যাব ও পুলিশের ওপর নির্ভর করছে। তাই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়।’ 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ভয় পেয়ে সরকার হত্যা-গুমের পথ বেছে নিয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম, ছাত্রদল নেতা নূর আলম ও যুবদল নেতা শাওন নিহত হয়েছেন। তাদের রক্ত বৃথা যাবে না। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান হাসিব, সদর থানা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।