X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ঈদের আনন্দ সেভাবে পাচ্ছে না দেশের মানুষ: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২৪, ১৮:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৮:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ঈদ সবচেয়ে আনন্দের দিন। কিন্তু ঈদের আনন্দ সেভাবে পাচ্ছে না দেশের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অধিকাংশ নিম্নআয়ের মানুষ দু’বেলা খেতে পারছে না। আজ অধিকারহীন অবস্থার মধ্যে পড়ে গেছে সবাই। জীবনযাত্রায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ একটি গোষ্ঠী কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে।’ 

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

একটি গোষ্ঠী ব্যাংক লুটপাট করছে, বিদেশে অর্থপাচার করছে জানিয়ে আমির খসরু বলেন, ‘অথচ দেশের মানুষকে ট্যাক্স দিয়ে উচ্চ দামে জিনিসপত্র, গ্যাস, পানি ও বিদ্যুৎ কিনতে হচ্ছে। জনগণ গরিব হচ্ছে, আর দিন দিন দলীয় একটি গোষ্ঠী সম্পদ বানিয়ে যাচ্ছে। তারা আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। এমনকি অর্থনৈতিক অধিকারও আজ বিশেষ কিছু মানুষের হাতে চলে গেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।’ 

ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলের কারণে জনগণের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিকসহ সব মৌলিক অধিকার খর্ব হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘এবার দেশের ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারপরও একটি দল, একটি গোষ্ঠী ক্ষমতা দখল করে বসে আছে। সাধারণ মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। জোর করে ক্ষমতা দখলের জন্য যা করার দরকার, তা ছাড়া তাদের আর কোনও ক্ষমতা নেই। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। যে ৯৫ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে যায়নি, আর যারা গেছে; তাদেরসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের মালিকানা ফিরে পেতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।’

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী।

/এএম/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
নৌকা নিয়ে সরকারের এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই: আমির খসরু
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার