তিন দিনের সাজা ভোগ করলেন ১১ মাস

কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ দেশে ফিরেছেন এক ভারতীয় যুবক। তাজমুল হোসেন নামে ওই যুবকের বাড়ি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরালী থানার মাগুরালী গ্রামে।

তাজমুল গত বছরের ২১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে আটক হন। অবৈধ অনুপ্রবেশে অভিযোগে আদালত তাকে তিন দিনের সাজা দেন। দুদেশের মধ্যে কাগজপত্র চালাচালি শেষে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাকে নিজ দেশে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, তাজমুলদের পূর্ব পুরুষ বাংলাদেশি। স্বজনদের সঙ্গে দেখা করতে গত বছরের মে মাসে বাংলাদেশে আসেন। এই সময় বিজিবির হাতে আটক হন। প্রায় ছয় মাস কারাভোগের পর তার বিচারকার্য শুরু হয়। পরে আদালত তাকে তিন দিনের সাজা দেন। সেই তিন দিনে সাজা খাটলেন ১১ মাস।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের এসআই স্বপন চন্দ্র দাস ও আখাউড়া থানার এসআই নিয়ামুল হোসাইন ভারতের আগরতলা ইমিগ্রেশন পুলিশের সহকারী পরিচালক ডি-বড়ুয়া ও বটতলার থানার এসআই অভিজিতের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় তাজমুলের ভাই নাজমুলসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, দুপুর ১টার দিকে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের আগরতলায় ঢোকেন ওই তরুণ। আগরতলা ইমিগ্রেশনে ওই তরুণের ভাই তার জন্য অপেক্ষা করছিলেন। দ্রুত সব প্রক্রিয়া শেষ করে তাকে পাঠানো হয়েছে।