টেকনাফে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কক্সবাজারের টেকনাফে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া স্কুল সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. ইসমাইল (২০)। তিনি ডাংগর পাড়ার রশিদ আহমদের ছেলে। হামলাকারীরা মাদক ব্যবসার সঙ্গে বলে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনায় আবদুর রশিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের বাবা রশিদ আহমদ দাবি করেন, শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া এলাকার সোনা আলীর নামে একজনের মালিকানাধীন নৌকায় জেলে হিসেবে ছিল ইসমাঈল। বুধবার বিকালে নৌকা নিয়ে মাছ ধরতে না যাওয়াকে কেন্দ্র করে নৌকার মালিকের ছেলে মোহাম্মদ নুরু, তার ভাই মনজুর, ভাগিনা ওমর ফারুকসহ ৭-৮ জনের সঙ্গে ইসমাঈলের বাগবিতণ্ডা হয়। রাতে বাজার থেকে বাড়ি যাওযার পথে ইসমাঈলকে পেছন থেকে ছুরিকাঘাত করে কয়েকজন পালিয়ে যায়।

তিনি বলেন, ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলেছে।