সড়ক থেকে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

সড়ক থেকে তুলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ করে আদায় করা হয় টাকা। এ ঘটনায় জেলার লোহাগাড়া থানায় দায়ের করা মামলায় জালাল উদ্দিন (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার (৩ অক্টোবর) রাতে জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জালাল লোহাগাড়া থানাধীন তৈয়বের পাড়া এলাকার মৃত নুর আহমেদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের শিকার নারী বিবাহিত ও তার তিনটি সন্তান রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ভিকটিম তার ভাসুরের মেয়েকে নিয়ে বাড়ির বিদ্যুৎবিল দেওয়ার জন্য লোহাগাড়া থানার ফকিরহাট বাজারে যান। বিল পরিশোধ শেষে রিকশাযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে মো. কায়সার (৩৫) এবং জালাল উদ্দিন (৩৪) তাদের পথরোধ করে। পরে তাদের বড়হাতিয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য জালাল তার মোবাইল ফোনে ধারণ করে। এরপর অভিযুক্তরা ভিকটিমদের পরিত্যক্ত টিনশেড ঘরে ফেলে রেখে পালিয়ে যায়।
 
এ বিষয়ে কাউকে কিছু বললে ধর্ষণের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে এর জন্য ভিকটিমের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। ভিকটিম আসামিদের সাড়ে আট হাজার টাকা দেন। 

পরে ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মো. কায়সারকে গত ৩০ সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করে। আর গত রাতে জালালকে গ্রেফতার করে র‌্যাব।