দুই দিনেও উদ্ধার হয়নি হালদায় ডুবে যাওয়া শিক্ষার্থী

চট্টগ্রামের হালদা নদীর পাড়ে খেলা শেষে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী মো. আনাসের (১৪) দুই দিনেও হদিস মেলেনি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ আনাস ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজী দুলামিঞা সওদাগরের বাড়ির দুবাই প্রবাসী মো. আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগর ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। আনাস মায়ের সঙ্গে এগার মাইল এলাকায় উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকতো।

খবর পেয়ে হাটহাজারী ও নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি টিম উদ্ধার তৎপরতা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, নিখোঁজ শিক্ষার্থী আনাস ও তার দুই বন্ধু এবং স্থানীয় আরও বেশ ক'জন ছেলেসহ হালদা নদীর পাড় এলাকায় ফুটবল খেলে হালদা নদীতে গোসল করতে নেমেছিল। তখন আনাস নদীর স্রোতে ভেসে যায়। এ সময় বাকি বন্ধুরা বিষয়টি স্বজনদের জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ চালানো হয়। শুক্রবার সকাল থেকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য ডুবুরি দল হালদা নদীতে উদ্ধার কাজ পরিচালনা করেন। তবে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।