চট্টগ্রামে ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ঢাকা অফিসের ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) হামলার শিকার সাংবাদিক চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার আফিমের গলির অর্জুন বিশ্বাস (৩০), একই এলাকার রঘুনাথ বাড়ির পিযুষ দত্তের ছেলে অভয় দত্ত (২৮) ও পরিতোষ দেবের ছেলে ভূবন দেব (২৫) এবং অজ্ঞাতনামা আরও দুই-তিন জন। আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

বিভাষের কর্মস্থল ঢাকায় হলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। দুর্গাপূজা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

সন্ত্রাসী হামলার শিকার ফটোসাংবাদিক বিভাষ বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকের টেরিবাজার রঘুনাথ মন্দিরে দুর্গাপূজার ফেসবুকে লাইভ করছিলাম। এ সময় অতর্কিতভাবে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা আমার স্বর্ণের চেন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। হামলায় আমি গুরুতর আহত হয়েছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। তবে মামলার পরেও পুলিশ হামলাকারী কাউকে গ্রেফতার করতে পারেনি। 

কোতোয়ালি থানা ওসি জাহিদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।