সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দিন দিন প্রবাল কমছে। সেই সঙ্গে কমছে দ্বীপের বৃক্ষ আচ্ছাদিত এলাকা। বিপরীতে বাড়ছে পর্যটক ও দূষণ। এ অবস্থায় দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার কাজ হাতে নিয়েছে সরকার। সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে (১২ অক্টোবর) বুধবার রাত ৯টায় জেলা প্রশাসকের উদ্যোগে ‘পরিবেশ রক্ষা হলে, বাঁচবে প্রবাল সেন্টমার্টিন’ স্লোগানে দ্বীপের এক হোটেলে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা উন্নয়নমূলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, পর্যটন শিল্পের বিকাশের জন্য সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করে কাজ করতে হবে। প্রবাল দ্বীপকে সরকারের পাশাপাশি আইএনজিওরাও এখন গুরুত্ব দিচ্ছে। ফলে দ্বীপের পরিবেশ রক্ষায় এখন থেকে সরকারের সহযোগিতায় ইউএনডিপি টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করবে। পর্যটন সঙ্গে জড়িত সকল পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘আমাদের পুরো প্রবাল দ্বীপের জমির পরিমাণ ছিল ৮০০ একর।  তার মধ্যে পানিতে তলিয়ে গেছে দেড়শ’ একর। তাই দ্বীপ রক্ষার্থে একটি বাধঁ অবশ্যই দিতে হবে। পাশাপাশি দ্বীপের পরিবেশ রক্ষায় টেকসই বর্জ্য ব্যস্থাপনার কোনও বিকল্প নেই। এসব কাজ বাস্তাবায়নে দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের টেক্স নেওয়া অত্যন্ত দরকার।’

ইউএনও মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘প্রবাল দ্বীপকে বাঁচিয়ে রাখার কোনও বিকল্প নেই। কারণ এই দ্বীপ বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে। ফলে দ্বীপ রক্ষার্থে বর্তমান কাজগুলো দৃশ্যমান হবে। ইতোমধ্য বর্জ্য সংরক্ষণের ডাম্পিংয়ের জন্য সেন্টমার্টিন-টেকনাফে সরকারি খাস জমি সংগ্রহের কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘সবাই মিলে কাজ করলে দ্বীপকে রক্ষা করা সম্ভব হবে। যারা দ্বীপের পরিবেশ রক্ষায় আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি প্রধান ড. রমিজ উদ্দিন, ওশানোগ্রাফিক রির্সাচ ইনস্টিটিউটের ঊধ্বর্তন কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ। এ সময় পরিবেশ অধিদফতর, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতাসহ হোটেল-পর্যটন ব্যবসায়ীরা দ্বীপের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।