ঘরে গাছ পড়ে প্রাণ গেলো শিশুর

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘরের ওপর গাছ পড়ে স্নেহা নামে ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার মা সানজিদ ফাতেমা নুর স্মৃতি (২৫)।

সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্নেহা ওই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আবদুল্লার মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ‘সানজিদ ফাতেমা তার মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় বসতঘরের পাশের একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। গাছটি মা-মেয়ের ওপর পড়ে।এরপর বাড়ির লোকজন উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মারা যায় শিশুটির মৃত্যু হয়। সানজিদাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‌‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শন করা হয়েছে। দুর্গত এলাকার মানুষের মাঝে শুকনো খাবার, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। কোম্পানিগঞ্জ উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন করা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।’