স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টায় ১০ বছরের দণ্ড

কাপ্তাই উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই. এম ইসমাইল হোসেন এ দণ্ড দেন। একইসঙ্গে  আসামিকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল মাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় শরৎ তনচংগ্যা। ওই দিন সকাল ১১টার দিকে দেবাছড়া এলাকায় আসামি ওই স্কুলছাত্রীকে উঠিয়ে দেবাছড়ার দিকে নিয়ে যায়। এ সময় ধর্ষণের চেষ্টার সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসামি পালিয়ে যায়। পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের বাবা কাপ্তাই থানায় মামলা করেন। 

এ মামলায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন আদালত। 

রায়ে আগামী ৯০ দিনের মধ্যে আসামিকে জরিমানার অর্থ  জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে পাবে।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ
টাকা জরিমানা করেছেন।