হালদা থেকে আরেকটি গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের হালদা নদী থেকে আরও একটি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে হালদা নদীর দক্ষিণ বাড়ীঘোনা উত্তর মসজিদের পাশ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত পাঁচ বছরে (২০১৭ সাল থেকে ৩ নভেম্বর ২০২২ পর্যন্ত) হালদা নদী থেকে ৪০টি ডলফিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার স্থানীয়রা ডলফিনটি দেখে বিকালের দিকে আমাকে খবর দেন। এরপর নৌ-পুলিশ এবং আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য চার ফুট আট ইঞ্চি, প্রস্থ এক ফুট এক ইঞ্চি। ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম।

তিনি বলেন, ডলফিনের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ধারণা করা যাচ্ছে, এটি কয়েকদিন আগে মারা গেছে এবং ভাটায় তা হালদার পাড়ে ভেসে ওঠে।

গাঙ্গেয় প্রজাতির ডলফিনটি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে।

ড. মনজুরুল কিবরিয়া বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ৪০টি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন মারা গেছে। এসব ডলফিনের অধিকাংশ আঘাতজনিত কারণে মারা গেছে।