গহিন বন থেকে হাতি এসে কেড়ে নিলো দুজনের প্রাণ

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে দুজ‌নের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে লামার আজিজ নগরের সোহরান পাড়ায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন, সোহরান পাড়ার বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী খো‌দেজা বি‌বি (৬৫) ও আমির আলী (৭৩)। আহত ব্যক্তির নাম বয়াতী (৬৫)।

লামার বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির হামলার শিকার হ‌য়ে দুজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। ‌নিহ‌ত দুজনের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি অঞ্চলের গহিন বন থেকে শুক্রবার দুপুরের দিকে দলছুট একটি হাতি সোহরান পাড়ায় এসে তাণ্ডব শুরু করে। তখন হাতির তাণ্ডবে খোদেজা বিবি মারা যান। প‌রে স্থানীয়রা আহত অবস্থায় আমির আলী ও বয়াতী‌কে উদ্ধার ক‌রে হাসপাতালে নি‌য়ে গেলে সেখানে আমির আলীও মারা যান।