ব্রাহ্মণবাড়িয়ায় বাদানুবাদ থেকে টেঁটাযুদ্ধ, আহত ৩০ 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদেরকে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালনগর গ্রামে মেঘনা-ভলভদ্র নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটিকাটা নিয়ে নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়া লোকজনের প্রথমে বাদানুবাদ হয়। পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠি, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পরে। পরে থেমে অন্তত তিন ঘণ্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে উপজেলার চাতলপাড় তদন্ত কেন্দ্রে থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এদের মধ্যে ১৬ জনকে নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লা সরকার বলেন, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ মামলা দায়ের করতে থানায় আসেনি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।