X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২৪, ২৩:৩৫আপডেট : ০৯ মে ২০২৪, ২৩:৩৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। ঘটনাস্থলে দুই জন নিহত হওয়ার পরে হাসপাতালে লিলু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনু মিয়া (৪৮)। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫) ও সিরাজ মিয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ওই উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাঙ্গামাকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়া এবং অটোরিকশাচালক আব্দুল কাদিরের মধ্যে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আনু মিয়া।

এলাকাটি হাওরবেষ্টিত দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছতে দেরি হয়। এ সুযোগে সংঘর্ষ চলাকালে হাঙ্গামাকারীরা বাড়িঘর-দোকানপাটে ব্যাপক লুটতরাজ চালায়।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
অটোস্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত, সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে সাত পুলিশসহ আহত ৩০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে