ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, বিশ্বকাপ জেতার প্রত্যাশা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নেচেগেয়ে মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন হাজারো সমর্থক। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিলের সমর্থকদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় পুরো শহর।

‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’র ব্যানারে আয়োজিত শোভাযাত্রাটি স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্রাজিল ফুটবল দলের জার্সি পরে কয়েক হাজার সমর্থকরা অংশ নেন। করতালির মাধ্যমে তাদের শোভাযাত্রাকে স্বাগত জানান শহরবাসী।

স্থানীয় সূত্র জানায়, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রথম ম্যাচে পরাজয়ের পর আরেক অন্যতম ফেবারিট ব্রাজিলের সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা। গতকাল আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান দুই ফুটবল দলের সমর্থকদের পাল্টাপাল্টি পোস্ট তারই জানান দেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একে-অপরের সঙ্গে যোগাযোগ করে ব্রাজিলের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জড়ো হন হাজারো সমর্থক। পরে তারা জার্সি পরে এবং পতাকা নিয়ে ব্রাজিল-ব্রাজিল স্লোগান দিয়ে কয়েকশ মোটরসাইকেলে শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রার আয়োজক মেহেদী হাসান মিশু বলেন, ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি মেসেঞ্জার গ্রুপ খুলে সবার সঙ্গে যোগাযোগ করে আজ শোভাযাত্রা বের করেছি। ব্রাজিল দলের প্রতি আমাদের ভালোবাসা জানাতে আজকের এই আয়োজন। বিশ্বে একমাত্র ব্রাজিলই নান্দনিক ফুটবল খেলে। আমাদের প্রত্যাশা, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল।’

ব্রাজিলের সমর্থকদের স্লোগান ও করতালিতে মুখরিত হয় পুরো শহর

জুবায়ের মোহাম্মদ শ্রাবণ নামে এক সমর্থক বলেন, ‘ব্রাজিল দল হচ্ছে নান্দনিক ও শৈল্পিক ফুটবলের জাদুকর। তাই প্রিয় দলের সমর্থনে আমাদের এই প্রয়াস। আমাদের আশা, এবার ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপে ব্রাজিল হবে চ্যাম্পিয়ন। কারণ প্রত্যেক যুগে ব্রাজিল একজন করে স্টার তৈরি করেছে। এবারও তাই হবে।’ 

বাহাদুর আলম নামে আরেক ভক্ত বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থন করে আসছি। বিশ্বে শৈল্পিক ফুটবল দল হিসেবে ব্রাজিল প্রমাণিত। ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসি। আশা করছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে এই আওয়াজ কাতারে ব্রাজিল দলের কানে পৌঁছাবে। এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল।’

মনির হোসেন অপুর নামে এক সমর্থক বলেন, ‘ফেসবুকে পোস্ট দেখে আজ ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিয়েছি। প্রতিবারই আমরা ব্রাজিল সমর্থন করে আনন্দ উদযাপন করি। কিন্তু এবার অন্যরকমভাবে উদযাপন করেছি। আশা করছি, এবার বিশ্বকাপ ব্রাজিল জিতবে। সার্বিয়ার সঙ্গে প্রথম খেলায় জয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।’