লাল শার্ট পরা বদির দিকে তেড়ে যায় মহিষ

কক্সবাজারে লড়াইয়ের মাঠে দুটি মহিষ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দিকে তেড়ে আসে। আঘাত পেলেও বিশেষ আহত হননি তিনি। দুটি মহিষ ছুটে গিয়ে লাল শার্ট পরা বদিকে গুঁতো দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলার টেকনাফ উপজেলার মহেশখালী পাড়ায় মেরিন ড্রাইভের পাশে রবিবার (২৭ নভেম্বর) বিকালে মহিষ লড়াইয়ের আয়োজন করা হয়। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি নিজের জমিতে এই আয়োজন করেন।আবদুর রহমান বদি (ফাইল ছবি)

ভিডিওতে দেখা যাচ্ছে, লড়াইরত দুটি মহিষ হঠাৎ বদির দিকে তেড়ে যাচ্ছে। বদি এ সময় লাল শার্ট পরে ছিলেন। তবে মহিষ আক্রমণ করার মুহূর্তে বদি বসে পড়েন। একটি মহিষ তার পায়ে চাপ দিয়ে চলে যায়।

মহিষের মালিক টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দের ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহ বলেন, বদির অনুরোধে তিনি দুটি মহিষ নিয়ে যান লড়াইয়ে অংশ নিতে। মহিষ লাল কাপড় দেখলে খেপে যায়। বদি লাল শার্ট পরা থাকায় এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে। তবে এতে বদি আহত হননি।

আবদুর রহমান বদি বলেন, মহিষের টার্গেট হওয়ায় আমি বসে যাই। একটু আঘাত পেলেও সুস্থ-স্বাভাবিক আছি।