কুমিল্লায় কমেছে পাসের হার, ছে‌লেদের চেয়ে এ‌গি‌য়ে মে‌য়েরা

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। তবে পাস ও জিপিএ-৫-এ ছে‌লেদের চেয়ে এ‌গি‌য়ে আছে মে‌য়েরা। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। 

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। গত বছরের তুলনায় পাসের হার ক‌মে‌ছে। তবে বে‌ড়ে‌ছে জি‌পিএ-৫। এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৭০ হাজার ৪৮৪ জন। গত বছর পরীক্ষার্থী ছিল দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন। পাস করেছিল দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ২৭। এ বছর পাসের হার ৯১ দশমিক ২৮। 

এদিকে, পাস ও জিপিএ-৫-এ ছে‌লেদের চেয়ে এ‌গি‌য়ে আছে মে‌য়েরা। ৭৩ হাজার ৯৯৩ জন ছে‌লে পাস ক‌রে‌ছে। এর মধ্যে জি‌পিএ-৫‌ পে‌য়ে‌ছে সাত হাজার ৮৭৭ জন। ৯৬ হাজার ৪৯১ জন মে‌য়ে পাস ক‌রে‌ছে। এর মধ্যে ‌জি‌পিএ-৫‌ পে‌য়ে‌ছে ১২ হাজার ১২১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের ফল বরাবরের মতোই ভালো হয়েছে। তবে প্রত্যাশা আরও বেশি ছিল। আগামী দিনে আরও ভালো ফল হবে বলে প্রত্যাশা করছি।’