সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে বিজিবির প্রতিনিধি দল

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উচ্চ পর্যায়ের তিন দিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তারা ভারতে প্রবেশ করেন। এ সময় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান ভারতের উত্তর পূর্ব রিজিয়ন গকুল নগর সেক্টরের বিএসএফের কর্মকর্তারা। 

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিতব্য তিন দিনের সীমান্ত সম্মেলনে বিজিবি’র পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার তানভীর গনি চৌধুরী।

সফর সম্পর্কে দুই দেশের শূন্যরেখায় বিজিবি প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী সাংবাদিকদের জানান, বিএসএফের সঙ্গে রিজিয়ন কমান্ডার পর্যায়ের তিন দিনের বৈঠক হবে। এতে দুই দেশের সীমান্তের বিদ্যমান সমস্যা সমাধানসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক এই বৈঠক থেকে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

১৩ সদস্যদের বিজিবি প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব আলমগীর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাকলী সাহা রয়েছেন। বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর প্রতিনিধি দলটির একই চেকপোস্ট দিয়ে দেশে ফেরার কথা রয়েছে।