চট্টগ্রামে আ.লীগের অফিস ভাঙচুরের অভিযোগে মামলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৭ ডিসেম্বর) রাতে কে বা কারা এ অফিস ভাংচুর করে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে এই ঘটনায় বিএনপি-জামায়াতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতের আঁধারে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাহমুদুল হক নামে এক আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার রাতে উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপি-জামায়াতের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে আশা করছি।