আর্জেন্টিনার জয়ে মিছিলে গিয়ে স্কুলছাত্র নিহত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শাওন মিয়া (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাবাড়ীয়া এলাকার মিলন মিয়ার ছেলে। সে খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মো. অন্তর। তিনি নাথেরপেটুয়া এলাকার শেখ জসিমের ছেলে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন অন্তর।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লার লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আর্জেন্টিনার জয় লাভ করলে রাত ১২টার পর মোটরসাইকেলের একটি বহর নিয়ে স্থানীয় যুবকরা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আনন্দ মিছিলে বের হয়। এ সময় খিলা পূর্ব বাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেলে ধাক্কায় ঘটনাস্থলেই স্কুলছাত্র শাওন মারা যায়। তারা নিজেদের মধ্যে ঘটনাটি মীমাংসা করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পরিবার মরদেহ নিয়ে গেছে।