আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরেকজন।

নাইম নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। আহত আরেকজনের পরিচয়া জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাতেম আলী ভূঁইয়া জানান, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। স্টেশনে যাত্রা বিরতি দিলে নাইম ও আরেকজন ট্রেন থেকে নামেন। নামার সঙ্গে সঙ্গেই  ছিনতাইকারীর কবলে পড়েন তারা। ছুরিকাঘাত করলে তার সঙ্গে থাকা যুবক সবকিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। নাইম জিনিসপত্র দিতে না চাইলে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই হাতেম আলী।