X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মে ২০২৫, ১৭:৫৮আপডেট : ১১ মে ২০২৫, ১৭:৫৮

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের গলা ও হাতের কবজি কাটা ছিল, অপরজনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ও একটি চোখ উপড়ানো ছিল।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক লিটন মিয়া (২০) ও শহরের দক্ষিণ পৈরতলার শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে সাকিবুল ইসলাম জয় (২৬)।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকা থেকে অটোরিকশাচালক লিটন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লিটন মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বিয়াল্লিশর এলাকায় তার গলা ও কবজি কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

অপরদিকে, রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন এলাকায় ঝোপ থেকে সাকিবুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। 

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই পুনিয়াউট এলাকায় ঝোপের মধ্যে একটি লাশ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যার পর একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে। সাকিবুল ইসলাম এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিল। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
শেওড়াপাড়ায় দুই বোন খুন: সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ
চোর সন্দেহে পিটুনিতে যুবককে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে গোলাপ ও কুড়াল, কারণ কী!
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
আন্তর্জাতিক ব্র্যান্ড পেনথিওন যাত্রা শুরু করেছে দেশে
টেস্ট থেকে অবসরে কোহলি
টেস্ট থেকে অবসরে কোহলি
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
চবিতে ১৪ মে পঞ্চম সমাবর্তন, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন