ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চট্টগ্রামের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে তার বহিষ্কার দাবিতে রবিবার (০১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে ছাত্রীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিভাবকরাও। 

বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর প্রধান শিক্ষক আলাউদ্দীনকে তার অফিস কক্ষে গিয়ে জুতা নিক্ষেপ করে ছাত্রীরা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে অফিসের সামনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রীদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিভাবকরাও

আন্দোলনকারী ছাত্রীরা জানায়, প্রধান শিক্ষক আলাউদ্দীন লম্পট ও চরিত্রহীন। তার দ্বারা অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। তার অসৎ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্কুল থেকে বের করার হুমকি দিতেন। এই ভয়ে ছাত্রীরা তার অপকর্মে মুখ খুলতো না।

অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ছাত্রীদের সঙ্গে কোনও খারাপ কাজে জড়িত নই। আমার বিরুদ্ধে কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করছে।’

স্থানীয় চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমি সুরহার চেষ্টা করছি। ইতোমধ্যে বিষয়টি করপোরেশনের শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। অবশ্যই এর বিচার হবে।’