সরকারি সব শূন্য পদে নিয়োগের দাবি

সরকারি অফিসে সব শূন্য পদে নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবমৈত্রীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা যুবমৈত্রীর আহ্বায়ক নাসির মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, জেলা যুব মৈত্রীর যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ খান।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সরকারি চাকরিপ্রত্যাশীর তুলনায় চাকরির সুযোগ অত্যন্ত সীমিত। শ্রম মন্ত্রণালয়ের মতে, প্রতি বছর ২০ থেকে ২৫ লাখ জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। এই কর্ম সংস্থানের মধ্যে মাত্র পাঁচ শতাংশ সরকারি আর ৯৫ শতাংশ বেসরকারি খাতের। উচ্চ শিক্ষা শেষ করে অনেকে সরকারি চাকরির অপেক্ষা করেন বছরের পর বছর। একাধিক বিসিএস এবং একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দিতে দিতে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।

২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ছিল প্রতিটি পরিবার থেকে চাকরি দেওয়া হবে। অবিলম্বে সরকারি তিন লাখ ৮৪ হাজার ৬৩৭ শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বেকার যুবকদের জন্য কর্ম সংস্থান তৈরি করা ও বেকার ভাতা চালুর দাবি জানান তারা।