ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো বিক্রয়কর্মীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা সেতুর পাশে এই ঘটনা ঘটে। 

দুদু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার বিরামপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে বাঁশখালীতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণ্ডামারা বাজারে মালামাল বিক্রির টাকা সংগ্রহ করে রাতে উপজেলা সদরে ফিরছিলেন দুদু মিয়া। গণ্ডামারা সেতু এলাকায় আসলে ছিনতাইকারীরা তাকে থামায়। টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।