ঘুমন্ত রুমমেটকে কুপিয়ে হত্যার পর লাশ মাটিচাপা

কুমিল্লার বুড়িচং উপজেলায় চোর বলা নিয়ে দুই শ্রমিকের ঝগড়ার জেরে একজনকে কুপিয়ে লাশ মাটিচাপা দিয়েছে অপরজন। ঘটনাটি শুক্রবারের (১৩ জানুয়ারি) হলেও লাশটি পুলিশ উদ্ধার করেছে সোমবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের পর সে ঘটনার দোষ শিকার করে পুলিশকে লাশের সন্ধান দেয়। তার দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত যুবকের নাম মঞ্জুরুল ইসলাম (২৬)। তিনি রংপুরের বদরগঞ্জ থানার আলা মিয়ার ছেলে। আটক যুবকের নাম মো. নাহিদ (১৮)। তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়।

জানা গেছে, মঞ্জুরুল একটি ফার্মে ও নাহিদ লেবারের কাজ করতো। বুড়িচং উপজেলার দুর্গাপুরের নোয়াপাড়া এলাকার তারা ভাড়া থাকতেন। বেশ কিছুদিন আগে মঞ্জুরুলের পকেট থেকে ১৫০০ হারিয়ে যায়। তাই তিনি নাহিদকে চোর দাবি করেন। স্থানীয়দের কাছেও সেটি বলেন। নাহিদের বাবা-মাকেও কল দিয়ে জানান। এতে তার ওপর ক্ষিপ্ত হয়।

গত শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় মঞ্জুরুলের মাথায় দা দিয়ে ছয়টি কোপ দিয়ে হত্যা করে। পরে তার লাশ কাবিলা এলাকার একটা কবরস্থানের পাশে মাটিতে পুঁতে রাখে।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, ঘটনার শুরু কয়েকদিন আগে। গতকাল বিকালে আমাদের কাছে জিডি নিয়ে আসেন নিহত মঞ্জুরুলের ভাই। পরে আমরা তার রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য আনি। তার কথায় সন্দেহ হলে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে সে বিস্তারিত বলে। সে জানায়, চোর বলাতেই তাকে হত্যা করেছে। পরে লাশ মাটিচাপা দিয়েছে। তার তথ্যের ভিত্তিতে আমরা মঞ্জুরুলের লাশ উদ্ধার করি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। নাহিদ পুলিশ হেফাজতে আছে।