১৬ টাকার ইনজেকশন এক হাজারে বিক্রি

নোয়াখালীর জেলা শহরে ১৬ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করার অপরাধে এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌরসভার হাসপাতাল রোড এলাকায় জাপান বাংলাদেশ হাসপাতাল ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘এক ব্যক্তির কাছে ১৬ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করেছিল জাপান বাংলাদেশ হাসপাতাল ফার্মেসি। অভিযোগ পেয়ে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কাউছার মিয়া আরও বলেন, ‘এক প্যাকেটের পাঁচটা বারবিট ইনজেকশনের দাম ৮০ টাকা। সেখানে একটার দাম মাত্র ১৬ টাকা হলেও গ্রাহকের কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে, যা রীতিমতো ডাকাতি।’

এ সময় জেলা স্যানিটারি পরিদর্শক মো. শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।