ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনের সরঞ্জাম, ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীকে খুঁজছে সবাই

আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দুটি উপজেলার মোট ১৩২টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতির সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (৩৬১ জানুয়ারি) সকাল থেকেই সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে দুই উপজেলার ১৩২ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনের সামগ্রী বিতরণ করা হয়েছে। স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নিচ্ছেন। তারা আশা করছেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে আগামীকাল ভোটগ্রহণ হবে।

রাজামারিয়া কান্দি ভোটকেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা প্রবুদ চন্দ্র মজুমদার বলেন, ইতিমধ্যে ইভিএম মেশিনসহ নির্বাচনি সামগ্রী বুঝে পেয়েছি। আশা করছি, আগামীকাল শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হবে।

নোঁয়াগাও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফাইজুল করীম বলেন, নির্বাচনি সামগ্রী নিয়ে পিকআপ ভ্যানে করে কেন্দ্র যাচ্ছি। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট হবে।

এদিকে, কাগজে-কলমে এই উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির দুইবারের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে চার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে সদ্য প্রদত্যাগী সংসদ সদস্য ও দলটি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঞা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ (ভাসানী), জাকের পার্টির মো. জহিরুল হক ও স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ।

এদিকে, গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। ওই দিন থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন পরিবারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জানেন না। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি।

আবু আসিফ আহমেদ

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রতিটি ভোট কেন্দ্রের গুরুত্ব সমানভাবে বিবেচনা করে ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্রকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর থাকবে। পাশাপাশি সাদা পোশাকেও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দায়িত্ব পালন করবেন। নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে বের করার চেষ্টা চলেছে।

অপরদিকে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহগীর আলম জানান, সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করেই নির্বাচনের মাঠে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। গণমাধ্যমে আমরা তার নিখোঁজ সম্পর্কে জেনেছি। সভায় তার নিখোঁজের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে খুঁজে বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে।

তিনি আরও জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ১০টি র‍্যাবের টিম মাঠে থাকবে। এ ছাড়া ১৭ ইউনিয়নে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিন জন অতিরিক্ত জেলা প্রশাসকও ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করবেন। আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ১৩২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।