কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে ২ নারীর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এই সময় শিশুসহ ৫৯ জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হ্রদের শহরের ডিসি বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- পুষ্প রানী (৭০) ও হেনা রানী। আহতরা হলেন- মীনা রানী (৪৫) নমিতা বর্মন (৩৫) সতীন্দ্র মন্ডল (৬০)।

উদ্ধার হওয়া পর্যটক শ্রীপন বর্মণ বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে এসেছি। কাপ্তাই হ্রদে নৌ বিহারে বের হই। শেষ বিকালে নৌকাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় আশপাশের বিভিন্ন নৌযান, ছুটে আসা ফায়ার সার্ভিস, পুলিশ দ্রুত উদ্ধার করে।

পর্যটকদের টিম লিডার বাস চালক জালাল আহমেদ বলেন, ‘সোমবার ভোরে আমরা রাঙামাটি আসি এবং রিজার্ভ বাজারের দুটো হোটেলে উঠি। সকাল ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সুভলং ঘুরে পর্যটন ঝুলন্ত সেতুতে যাই। সেখান থেকে রিজার্ভ বাজার ফেরার সময় হ্রদের বুকে কোনও কিছুর ধাক্কায় আমাদের নৌকাটি ডুবে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন।’

উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া মো. সোহেল বলেন, ‘মানুষের চিৎকার শুনে আমরা দ্রুত উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ি এবং মোটামুটি সবাইকে উদ্ধার করতে সক্ষম হই। তবে এর মধ্যে দুজনের প্রাণহানি হয়েছে বলে জেনেছি।’

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলে, ‘ওই দুজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। দুজনই নারী। আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সুস্থ আছেন।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে দুর্ঘটনাটি ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে। শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করা হয়। এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে এ জন্য দ্রুত নৌকা চালকদের নিয়ে বসবো।’