সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে লাগা আগুন সাড়ে পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। বেলা ৪টা নাগাদ ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের আটটি ইউনিট। 

উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় ওই তুলার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ডে একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, তুলার গুদামটি অনেক বড়। আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে আছেন।

এর আগে, ৪ মার্চ (শনিবার) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।