ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আপন বড় ভাইয়ের হাতে দুলাই মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকালে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাই মিয়া আনোয়ার আলীর ছেলে। এই ঘটনায় বড় ভাই ফুল মিয়াকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুল মিয়া মাদকাসক্ত। গ্রামের বিভিন্ন জনের সঙ্গে তার প্রায়শই ঝামেলা লাগতো। এ নিয়ে গ্রামের অনেকেই ছোট ভাই দুলাই মিয়ার কাছে বিচারও দিতো। শুক্রবার বিকালেও একজনের সঙ্গে খারাপ ব্যবহার করে ফুল মিয়া। এ নিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে ছোটভাই দুলাই মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। পরে আহত অবস্থায় রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ঢাকা যাওয়ার পথে আজ শনিবার সকালে মারা যায় দুলাই মিয়া। 

এদিকে, ঘাতক ফুল মিয়াকে আটক করে স্থানীয় জনতা। এর পর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণনাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক মারাত্মক জখম হয়। অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় দুলাই মিয়ার। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।