নদীতে তরমুজের ট্রলারে বজ্রাঘাত, প্রাণ গেলো শ্রমিকের

চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রাঘাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ থেকে একটি তরমুজ বোঝাই ট্রলারে করে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। ওই তরমুজ বোঝাই  ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় এলে বজ্রাঘাত হয়। এতে তিনি ট্রলারে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসান চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টার দিকে মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি বজ্রাঘাতে মারা যান।