ঘরের মোটরে হাত দিয়ে প্রাণ গেলো ২ শিশুর

বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে রেফারপাড়ায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- আলীকদম উপজেলার রেফারপাড়ার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে রিফাত ইসলাম (৭) ও মনিরুল ইসলামের ছেলে আসরাফুল কবির ফাইজান (৩)। তারা দুজন প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ঘরে ব্যবহারের জন্য মোটর দিয়ে পানি তোলা হচ্ছিল। রিফাত ও মনিরুল খেলার সময় পানির মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় আলীকদম থানার ওসি নাছির উদ্দিন সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।