গরুর চামড়ার দাম ১০০-১৫০ টাকা

চট্টগ্রামে এবারও চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কোরবানিদাতারা। গ্রামগঞ্জে ১০০ থেকে ২০০ টাকায় প্রতি পিস চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কোরবানিদাতা গিয়াস উদ্দিন শাকিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারও পানির দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছে সবাই। এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা ১০০ থেকে ১৫০ টাকার বেশি দামে চামড়া সংগ্রহ করেননি। যে কারণে এত কম টাকায় চামড়া বিক্রি না করে অনেক কোরবানিদাতা স্বেচ্ছায় বিনামূল্যে মসজিদ-মাদ্রাসার জন্য দান করেছেন।’

রাউজানের মৌসুমি চামড়া ব্যবসায়ী রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কজন মিলে এবার কোরবানিদাতাদের কাছ থেকে সরাসরি ৭০টির মতো চামড়া সংগ্রহ করেছি। এসব চামড়া নগরীর অক্সিজেন আতুরার ডিপো এলাকায় অবস্থিত আড়তদারদের কাছে বিক্রি করেছি। প্রতি পিস চামড়া ২০০ টাকা থেকে ২৫০ টাকা করে বিক্রি করেছি।’

তবে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মুসলিম উদ্দিন জানান, এবার চট্টগ্রামে ২৫ থেকে ৩০ জন আড়তদার চামড়া সংগ্রহ করছেন। বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন আড়তদার ৩০ থেকে ৩৫ হাজারের মতো চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে। প্রতি পিস চামড়া ২৫০ টাকা থেকে ৫০০ টাকায় কেনা হচ্ছে।’

তবে সরকার নির্ধারিত এ বছর লবণযুক্ত ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া লবণযুক্ত খাসির ও বকরির চামড়ার দাম অপরিবর্তিত রয়েছে।