বাবুছড়া ইউপি নির্বাচন

১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অনুপম চাকমা হেরেছেন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা চশমা প্রতীকে তিন হাজার ২৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনশাহ লতিফুল খায়ের। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা চশমা প্রতীকে তিন হাজার ২৩৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দীপুলাক্ষ চাকমা আনারস প্রতীকে দুই হাজার ৯৪৯, ঢোল প্রতীকে বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা এক হাজার ৩৬৯, অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অলকেশ চাকমা এক হাজার ৬৮, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নিউটন চাকমা এক হাজার ৫২ এবং নৌকা প্রতীকে অনুপম চাকমা ১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। 

রিটার্নিং কর্মকর্তা শাহেনশাহ লতিফুল খায়ের বলেন, ‘ভোট অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।’