X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২৫, ১০:৩০আপডেট : ০৯ মে ২০২৫, ১০:৩০

আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা পর্যন্ত পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের ছাত্র-জনতা ও ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা প্রথমে চকবাজারের গুলজার মোড়ে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। রাত সাড়ে তিনটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। অপরদিকে রাত ৩টার দিকে ইসলামী ছাত্রশিবির নগরীর সিরাজদৌল্লাহ সড়কে গুলজার স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হবে আমরা ঘরে ফিরবো না।’

তারা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেমন আওয়ামী লীগের দোসর ও গণহত্যার মদত দিয়েছিল তেমনি বর্তমান রাষ্ট্রপতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গী ছিল। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চাই।’

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম বলেন, ‘২০০৮ থেকে ২০২৪ এই ১৬ বছরে ভারতের প্রেসক্রিপশনে দেশকে পরিচালিত করে বাংলাদেশ রাষ্ট্রকেই নস্যাৎ করে দিতে চেয়েছে আওয়ামী লীগ। দেশবিরোধী, গণমানুষবিরোধী এসব কর্মকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
সর্বশেষ খবর
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান