আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা পর্যন্ত পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের ছাত্র-জনতা ও ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা প্রথমে চকবাজারের গুলজার মোড়ে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। রাত সাড়ে তিনটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। অপরদিকে রাত ৩টার দিকে ইসলামী ছাত্রশিবির নগরীর সিরাজদৌল্লাহ সড়কে গুলজার স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হবে আমরা ঘরে ফিরবো না।’
তারা আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেমন আওয়ামী লীগের দোসর ও গণহত্যার মদত দিয়েছিল তেমনি বর্তমান রাষ্ট্রপতিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গী ছিল। আমরা অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চাই।’
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম বলেন, ‘২০০৮ থেকে ২০২৪ এই ১৬ বছরে ভারতের প্রেসক্রিপশনে দেশকে পরিচালিত করে বাংলাদেশ রাষ্ট্রকেই নস্যাৎ করে দিতে চেয়েছে আওয়ামী লীগ। দেশবিরোধী, গণমানুষবিরোধী এসব কর্মকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’