‘আমার আত্মীয় অন্যায় করলেও ব্যবস্থা নেওয়া হয় অথচ বিএনপির বিচার হয়নি’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনি এলাকা (কুমিল্লা-৯ আসন) লাকসাম-মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে। আমার আত্মীয়স্বজন অন্যায় করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অথচ বিএনপির সময়ে সংগঠিত কোনও নৈরাজ্যের বিচার হয়নি। আজ এ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য নেই। আমরা বিএনপির কাউকে নির্যাতন ও হামলা-মামলাও করিনি।’

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা (বিএনপি) ছাত্রলীগ নেতা অনিককে হত্যা করেছেন। আমরা পাল্টা কোনও জবাব দেইনি। মনে রাখবেন, এটা আমাদের দুর্বলতা নয়। আওয়ামী লীগ দুর্বল দল নয়। অনিকের জানাজার দিন যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? সাবধান হয়ে যান। আপনারা ক্ষমতায় যাবেন? লুটপাট করার জন্য? এ দেশে কোনও দুষ্কৃতকারীর ঠাঁই হবে না।’

এ সময় আরও বক্তব্য দেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইউনূছ ভূঁঞা ও লাকসাম পৌর মেয়র আবুল খায়ের।