গরমের দিনে শীতের কম্বল বিতরণ!

বৃহস্পতিবার কক্সবাজারে ৪০০ কম্বল বিতরণ করা হয়শীত মৌসুম শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন চলছে গরমের মৌসুম। এই গরমের দিনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কক্সবাজার সমাজ কল্যাণ পরিষদ। জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বৃহস্পতিবার এসব কম্বল বিতরণ করা হয়।
সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনব্যাপী জেলার ৮টি উপজেলা ও ১টি পৌরসভায়  শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার স্থানীয় সরকার শাখার উপ-সচিব ও উপ-পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আনোয়ারুল নাসের ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার কানন পাল। সভাপতিত্ব করেন কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য বেগম কুমকুম আচার্য্য ও সমাজ সেবা কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ তৈয়ব আলী প্রমুখ।
কম্বল বিতরণ করার বিষয়ে কক্সবাজার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা স্বীকার করেন। তিনি জানান, জাতীয় সমাজ সেবা অধিদপ্তর এক সপ্তাহ আগে কম্বলগুলো পাঠিয়েছে। তাই আগামী বছরের কথা মাথায় রেখে এই কম্বলগুলো বিতরণ করা হয়েছে। তা না করলে কম্বলগুলো নষ্ট হতো। চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন উপজেলায় এ রকম হয়েছে।

/এএ/