কক্সবাজারে সমুদ্র বিজ্ঞান মেলা শুরু

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দুই দিনের সমুদ্র বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন।

মেলা উদ্বোধনের আগে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বোরির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এ সময় বিশ্ববিদ্যালয়, কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিসহ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মেলায় সমুদ্র বিজ্ঞান বিষয়ক ২৫টি স্টল বসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এই মেলা।