X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চন্দ্রনাথ মন্দিরে শিবচতুর্দশী মেলায় দুই তীর্থযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশীর মেলায় তীর্থে আসা দুজন পুণ্যার্থী ভিড়ের মধ্যে চাপা পড়ে মারা গেছেন। এর মধ্যে একজনের নাম বান্টু (৫০)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। মারা যাওয়া আরেকজন নারী। তার বয়স ৫০ বছর। তবে নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি আয়োজকরা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। তিন দিনব্যাপী এই মেলার শেষ দিন বৃহস্পতিবার। এবার দেশ-বিদেশ থেকে অন্তত কয়েক লাখ তীর্থযাত্রী এসেছেন।

শিবচতুর্দশীর মেলা আয়োজক কমিটি জানায়, তিন দিনের শিবচতুর্দশী মেলার আজ ছিল দ্বিতীয় দিন। এবার মেলার প্রথম দিনে তীর্থযাত্রী তুলনামূলক কম এলেও দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় ছিল। পাহাড়ি পথে পা ফেলার জায়গা ছিল না। চন্দ্রনাথ মন্দিরের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। ভূমি থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত পৌঁছাতে আঁকাবাঁকা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের। অনেক পুণ্যার্থী ওই পথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এতে দুজনের মৃত্যু হয়।

শিবচতুর্দশীর মেলার আয়োজক কমিটির নেতা ও সীতাকুণ্ড স্রাইন (মন্দির) কমিটির সহ-সম্পাদক সুব্রত চক্রবর্তী সৌমিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার থেকে শিবচতুর্দশী মেলা শুরু হয়েছে। এতে লাখ লাখ তীর্থযাত্রীর মিলনমেলা ঘটেছে। বুধবার দুপুরে দুজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে তারা স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করছি। এর মধ্যে একজন নারী এবং আরেকজন পুরুষ। তাদের একজনের নাম বান্টু বলে জেনেছি। তার বাড়ি চকরিয়ায়। মারা যাওয়া অপর নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।’

তিনি আরও বলেন, ‘চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মন্দিরে প্রবেশের জন্য অন্তত দুই থেকে আড়াই ঘণ্টা লাইনে অপেক্ষমান থাকতে হচ্ছে। তীর্থযাত্রীর সংখ্যা বেশি হওয়ায় অপেক্ষায় থাকতে হয়েছে সবাইকে। এর মধ্যে আজ প্রচণ্ড গরম ছিল। লাইনে দাঁড়ানো অবস্থায় দুই তীর্থযাত্রী স্ট্রোক করে মারা যান।’ 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। চন্দ্রনাথ পাহাড়ে তাদের মৃত্যু হয়েছে। এখনও তাদের নাম পরিচয় জানতে পারিনি। তবে মারা যাওয়া পুণ্যার্থীদের একজন নারী ও আরেকজন পুরুষ।’

/এএম/
সম্পর্কিত
তিন দিনে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
সর্বশেষ খবর
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ডুরার সভাপতি আবির, সম্পাদক জহির
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া