নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তার ভেতরে জীবিত নবজাতক

কুমিল্লার চৌদ্দগ্রামের কাঁকড়ি নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর কলাবাগান বাজার এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে নদীর পাড়ে সাদা একটি বস্তা কে বা কারা ফেলে যায়। বস্তাটি দেখে তা খুলে ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব বলেন, ‌‘শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় কৃষক হানিফ মিয়া নদীর পাড়ে কচুর ফুল তুলতে গেলে বস্তাটি দেখতে পান। বস্তাটি নড়তে দেখে স্থানীয়দের জানালে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসা শেষে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির জিম্মায় শিশুটিকে রাখা হয়।’ 

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘আপাতত নবজাতককে সবুজ নামের এক ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে। তার স্ত্রী সদ্য মা হয়েছেন। তাই শিশুটিকে বুকের দুধ খাওয়ার জন্য সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে। শনিবার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদফতর।’ 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘নবজাতকের আনুমানিক বয়স তিন-চার দিন। তাই মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে। শনিবার আমরা তার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।’