কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮-তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, ‘মঙ্গলবার বিকালে বালুখালী ক্যাম্প-১৮-এর ব্লক-এইচ/৫৬-এর স্কুলের সামনে রোহিঙ্গা নেতা মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ক্যাম্পে আরসার অপরাধ দমনে সোচ্চার ছিলেন। ধারণা করছি, হয়তো তাকে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।’ 

বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা আলী হোসেন বলেন, ‘ক্যাম্পে আরসার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোহাম্মদ আইয়ুব। এর আগে তাকে হত্যার হুমকি দিয়েছিল আরসা সন্ত্রাসীরা। ক্যাম্পে আরসা একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। তারাই একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে।’