X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

রৌমারী‌ সীমা‌ন্তে পুশব্যাক, ভূরুঙ্গামারী‌ সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা: ৩৫ রোহিঙ্গাসহ আটক ৪৪

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৪:৪৫আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:৪৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত পথে ভারতে অবস্থান করা ২১ জন রোহিঙ্গা ও ৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের পুশব্যাক করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি ও রৌমারী থানা পুলিশ।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা রোহিঙ্গাসহ ৩০ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রৌমারী বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া বিএসএফ সদস্যরা মঙ্গলবার গভীর রাতে ২১ জন রোহিঙ্গাসহ ৩০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশব্যাক করে। তাদের মধ্যে বিজিবির টহল দল ২৭ জনকে আটক করে। এ ছাড়াও রৌমারী থানা পুলিশ উপজেলার কর্তিমারী এলাকা থেকে তিন জনকে আটক করে।

আটককৃতদের বরাতে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকরা ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের আসাম রাজ্যের গোহাটি লকড়া সেন্ট্রাল কারাগারে আটক ছিলেন। পরে তাদের আসাম রাজ্যের গোয়ালপাড়া মাটিয়াল ডিটেনশন ক্যাম্পে আটক রেখে সমস্ত তথ্য প্রমাণ কেড়ে নেওয়া হয়। মঙ্গলবার দক্ষিণ শালমারা মাইনকারচর শাহপাড়া বিএসএফ রাতের আঁধারে তাদের বাংলাদেশে পুশব্যাক করে।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘আমরা আটককৃতদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছি। পরে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

অন্যদিকে, জেলার ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি সীমান্তপথে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকা নারী ও শিশুসহ ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। তারা সবাই কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে দালালদের সহায়তায় ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি বাজারের কাছে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, তারা দালালের মাধ্যমে উখিয়া থেকে ভূরুঙ্গামারী সীমান্তে এসেছে। তাদের উন্নত দেশে পাঠানোর কথা বলে দালালরা এখানে নিয়ে এসেছে বলে জানিয়েছে। পরে তাদের ফেলে দালালরা পালিয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বলছেন রোহিঙ্গা নেতারাকরিডরের চেয়ে রাখাইনে সেফজোন করলে কাটবে রোহিঙ্গা সংকট
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে সীমান্তে ভারতীয় শাড়ির চালান জব্দ
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা